শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / খেলা / লালপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

লালপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওসার, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূরে-আলম সিদ্দিকী, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কুদরত-ই-খুদা পনির, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লুলু প্রমুখ।

উদ্বোধনী খেলায় দুড়দুড়িয়া বনাম এবি ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। দুড়দুড়িয়া একাদশ এবি ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয়ী হয়।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …