শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / জাতীয় / কিয়স্কে ২০ টাকায় মিলবে জমির পর্চা!

কিয়স্কে ২০ টাকায় মিলবে জমির পর্চা!

নিউজ ডেস্ক:
রেল স্টেশন, বিমানবন্দর, শপিংমলসহ জনসমাগম হয় এমন বিভিন্ন স্থানে স্থাপন করা হবে কিয়স্ক (ডিসপ্লেসহ এক ধরনের যন্ত্র)। কিয়স্কে ২০ টাকা ঢুকিয়ে যে কেউ তৎক্ষণাৎ জমির পর্চা বের করে নিতে পারবেন।

এমন ব্যবস্থা প্রচলনের চিন্তা-ভাবনা করছে ভূমি মন্ত্রণালয়। সোমবার (২৪ মে) সচিবালয়ে এক অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ তথ্য জানান।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, মিউটেশন ফি, খতিয়ান ফিসহ যাবতীয় ফি পরিশোধে একটি ব্যাংক এবং তিনটি মোবাইল ব্যাংকিংসেবা দেয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ভূমি মন্ত্রণালয়। ভূমিমন্ত্রী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘আমরা অনেক ইনোভেটিভ চিন্তা-ভাবনা করছি। চিন্তা করছি কিয়স্ক নিয়ে। বিদেশের বিভিন্ন জায়গায় আছে কিয়স্ক। পর্চা কিয়স্ক থেকে নেয়া যাবে। আমরা বিভিন্ন পাবলিক এরিয়া এবং উপজেলা হেড কোয়ার্টার্সে কিয়স্ক দেব। আমরা এটা চিন্তা করছি, কিন্তু ফাইনাল হয়নি।’

ভূমি মন্ত্রী বলেন, ‘আমরা সচিবকে বলেছি, আমরা হয়তো রেলস্টেশন, বিমানবন্দর, বিভিন্ন শপিংমল, মেট্রোপলিটন এরিয়ায় এগুলো (কিয়স্ক) বসানোর চিন্তা করব। ইউনিয়নে হবে না, উপজেলায় হবে।’

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘মেশিনটা (কিয়স্ক) ভাংতি দিতে পারবে না। যে কেউ মেশিনে ২০ টাকার নোট ঢুকালে পর্চাটা বের হবে। কিন্তু পর্চাটা হবে আনসার্টিফাইড। পরে যদি কেউ সার্টিফাইড করে নিতে চায় করতে পারবে। এগুলোই আমাদের দরকার।’

ভূমিমন্ত্রী আরও বলেন, দায়িত্ব নেয়ার পর আমি বলে আসছি, আমরা হিউম্যান টু হিউম্যান টাচটা কমাতে চাই। এখনো মাঠ পর্যায়ে কিছু কিছু সমস্যা রয়ে গেছে। আমরা চাচ্ছি, পরিচ্ছন্ন একটা পরিবেশ প্রত্যেকটি পর্যায়ে রিফ্লেক্ট করতে।’

এ সময় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …