সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোর সদর আসনের এমপি’র ভাগ্নে অন্তর আটক

নাটোর সদর আসনের এমপি’র ভাগ্নে অন্তর আটক


নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের ভাগ্নে নাফিউল ইসলাম অন্তরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যে ছয়টার দিকে তাকে তার নিজ বাড়ি বড়গাছা এলাকা থেকে আটক করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গতকাল সোমবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মারধরের ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বাদী হয়ে নাফিউল ইসলাম অন্তরের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ার একটি অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগের সূত্র ধরেই পুলিশ আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে অন্তরকে তার নিজ বাড়ি থেকে আটক করে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …