নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী(৫৮) নামে এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। রমজান আলি আরকান্দি গ্রামের রশিদ মিয়ার ছেলে।
নিহতের নাতি শামীম জানান, আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে পুকুরে পানি সেচ দেয়ার জন্য মোটর চালু করতে যায় রমজান আলী। এ সময় সুইচ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে সেখানেই পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তার চিৎকারে পরিবারের লোকজন দ্রুত সেখানে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রমজান আলীকে মৃত ঘোষণা করেন।
আরও দেখুন
গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও
নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …