শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রাম ইউপির বাজেট ঘোষণা

বড়াইগ্রাম ইউপির বাজেট ঘোষণা


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউপির ২০২১-২০২২ অর্থবছরের বাজেট সোমবার ইউপি সচিব মোহাম্মদ আরিফ বিন আমিন দুই কোটি ৭ লাখ ৫৩ হাজার ৩৪০ টাকার বাজেট ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান মমিন আলীর সভাপতিত্বে ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১১ লাখ ৯০ হাজার ৭৭ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে এক কোটি ৯৫ লাখ ৬৩ হাজার ২৬৩ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১১ লাখ ৫৭ হাজার ৩১৪ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৯৫ লাখ ৬৩ হাজার ২৬৩ টাকা। রাজস্ব খাতে উদ্বৃত্ত ধরা হয়েছে ৩২ হাজার ৭৬৩ টাকা এবং রাজস্ব খাতে উদ্বৃত্ত ধরা হয়েছে ২০ হাজার টাকা।

বাজেট সভায় সকল সদস্য এবং কর্মকর্তা-কর্মচারির উপস্থিতিতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য নুরুল ইসলাম, মুর্শিদা বেগম, আমজাদ হোসেন, আয়শা বেগম প্রমুখ।

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …