নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নলডাঙ্গার ইউএনও মামুন করোনা আক্রান্ত

নলডাঙ্গার ইউএনও মামুন করোনা আক্রান্ত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন করোনা আক্রান্ত হয়েছেন। আজ সোমবার (২৪ মে) তিনি নমুনা প্রদান করলে তার ফলাফল পজিটিভ আসে।

জানা যায়, তিনি গতকাল থেকে হালকা কাশি এবং জ্বরে ভুগছিলেন, এমত অবস্থায় আজ সকালে তিনি নাটোর সদর হাসপাতালে নমুনা প্রদান করেন এবং ফলাফলে করোনা পজিটিভ আসে তার। তবে হালকা কাশি এবং জ্বর ছাড়া তার আর কোন ধরনের সমস্যা হয়নি এবং তার অবস্থা স্থিতিশীল বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি সকলের কাছে তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। ফলাফলের পর থেকেই তিনি বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলছেন বলে জানা যায়।

এ নিয়ে নাটোরে গত ২৪ ঘণ্টায় মোট ১৭ জনের করোনা শনাক্তের খবর পাওয়া যায়। তাদের মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২২ জনে। জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৫৪ জন।

নারদ বার্তা পরিবারের পক্ষ থেকে ইউএনও আব্দুল্লাহ আল মামুনের সুস্থ্যতা কামনা করা হয়েছে।

আরও দেখুন

রাণীনগরে জামায়াতে ইসলামী 

মনোনীত এমপি প্রার্থীর  মোটরসাইকেল শোডাউন নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনে …