নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে প্রথম আলো‘র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্থাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।
আজ সকালে গুরুদাসপুর থানা চত্বরে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সকল সাংবাদিকবৃন্দের যৌথ আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্থাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থির দাবিতে বক্তব্য রাখেন, প্রথম আলো‘র উপজেলা প্রতিনিধি আনিসুর রহমান, মোহনা টিভির প্রতিনিধি মিজানুর রহমান, যুগান্তর প্রতিনিধি দিল মোহাম্মদ দিলু, ইত্তেফাক প্রতিনিধি রাশিদুল ইসলাম, কালেরকন্ঠ প্রতিনিধি আক্কাছ আলী, ভোরের কাগজ প্রতিনিধি প্রভাষক মাজেম আলী, সিনিয়র সাংবাদিক আতাহার আলী ও বড়াইগ্রাম যুগান্ত’র প্রতিনিধি ওহীদুল হক। এসময় গুরুদাসপুর ও বড়াইগ্রামের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও হেনস্থাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …