সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় নারীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় নারীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:
নাটোর বড়াইগ্রামে ট্রাকচাপায় পথচারী নুরজাহান বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকার কুন্ডু ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান ওই একই এলাকার মিলন হোসেনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে নুরজাহান বেগম ঢেঁড়স তোলার জন্য জমির দিকে যাচ্ছিলেন। পথে কুন্ডু ইট ভাটার সামনে এলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ট্রাক ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। মরদেহ পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হবে না ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত জানাতে পারেনি পুলিশ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …