সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রত্না আহমেদ

নলডাঙ্গায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রত্না আহমেদ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
২০২০-২০২১ অর্থবছরে বরাদ্ধ কৃত প্রকল্প থেকে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার হলুদ ঘর মনছুরের বাড়ি হতে হরার পাড় ঘাট পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের হলুদঘরে এ উদ্বোধন করেন নাটোর নওঁগা সংরক্ষিত আসনের সাংসদ রত্না আহমেদ। এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ব্রহ্মপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল মোল্লা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

এ সময় রত্না আহমেদ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তাই একজন কর্মী হিসেবে এলাকার কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …