নিজস্ব প্রতিবেদক:
বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নাটোরের নলডাঙ্গায় বৃদ্ধা আমেনা বেওয়ার(৮০)। শুক্রবার রাত সোয়া দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহত আমেনা বেওয়া উপজেলার কালিগঞ্জ গ্রামের রজব আলীর স্ত্রী।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে আমেনা বেওয়া পথের উপরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কালিগঞ্জ বাজার থেকে বাকশোর গামী বেপরোয়া গতিতে চালানো একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেওয়া রাত সোয়া দশটার দিকে মৃত্যুবরণ করেন।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …