নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক ও নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে আজ শুক্রবার সকাল সাতটায় শহরের কান্দিভিটুয়া জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা গোলাম মোস্তফা।
প্রথম জামাতে নামাজ আদায় করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ অন্যান্যরা।
অপরদিকে শহরের কেন্দ্রীয় মসজিদের প্রথম জামাতে নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও শহরের সবগুলি মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ও নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল নিজ নিজ এলাকায় মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতর এর নামাজ আদায় করেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …