সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় ৩৫ বোতল ফেন্সিডিল ও ২টি মোটরসাইকেলসহ ৪জন আটক

নলডাঙ্গায় ৩৫ বোতল ফেন্সিডিল ও ২টি মোটরসাইকেলসহ ৪জন আটক


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা থেকে ৩৫ বোতল ফেন্সিডিল ও তাদের বহনকারী ২টি মোটরসাইকেলসহ ৪জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় পিপরুলের হাপানিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার হরিহরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সুজন হোসেন(৩৩) পারভবানীপুর গ্রামের জিন্নত আলীর ছেলে আরজান হোসেন (৩২), নাটোরের নললডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে বুলবুল প্রামানিক (২৬) এবং বাঁশভাগ পূর্বপাড়া গ্রামের আজিম উদ্দিন দেওয়ানের ছেলে সবুজ ইসলাম (২০)।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , গোয়েন্দা তথ্যের ভিক্তিতে সিপিসি -২ নাটোর র‌্যাব ক্যাম্পের একটি টিম, নলডাঙ্গার পাটুল হাপানিয়া বাজারে অভিযান চালায়। এ সময় ২টি মোটর সাইকেল ও ৩৫ বোতল ফেন্সিডিলসহ সুজন, আরজান, বুলবুল ও সবুজকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …