নিজস্ব প্রতিবেদক:
নাটোরের কাফুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস হোসেন ও তার দুই ছেলে শাহজাহান ও শাহ আলমের বিরুদ্ধে মানববন্ধন করেছে ইউনিয়নের সর্বস্তরের মানুষ। মঙ্গলবার নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন কাফুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবলীগ ছাত্রলীগসহ সর্বস্তরের মানুষ।
এ সময় বক্তারা বলেন দুর্নীতিবাজ চেয়ারম্যান ইলিয়াস হোসেন এবং তার দুই ছেলে শাহজাহান ও শাহ আলম এর বিচার চাই।
উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রীর ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ টাকা বিতরণে ৪০ ভাগ হিসাবে দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে বিতরণের কথা থাকলেও ইউপি চেয়ারম্যান ইলিয়াস হোসেন ও তার দুই ছেলে মনগড়াভাবে ভাগ করেছেন। এই বিষয় নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এরই এক পর্যায়ে কাফুরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাল উদ্দিন প্রতিবাদ করলে ইউপি চেয়ারম্যান ইলিয়াস হোসেন ও তার দুই ছেলে শাহজাহান এবং শাহ আলম তাকে মারপিট করেন। এরই প্রতিবাদে আজ কাফুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউপি চেয়ারম্যান ও তার দুই ছেলের বিচার দাবি করেন এলাকাবাসী।
বক্তারা বলেন, তার দুই ছেলে শাজাহান ও শাহ আলম এর অত্যাচার ও নির্যাতনের কাফুরিয়া ইউনিয়ন বাসী অতিষ্ঠ।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …