নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুলের উদ্যোগে ঈদবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নিজ বাসভবন থেকে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে বিতরণের জন্য ঈদবস্ত্র ও টাকা তুলে দেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা আহসানুল হক জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার মানুষদের বিতরণের জন্য বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের কাছে পাঁচ হাজার পাঞ্জাবী, দুই হাজার শাড়ি ও এক হাজার থ্রি-পিস তুলে দেন সংসদ সদস্য। এছাড়া দুই উপজেলায় ১০ লাখ টাকা দেয়া হয়েছে।
সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, করোনাকালীন এই সময় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালনের অনুরোধ জানাচ্ছি।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …