বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ ৪ হাজার কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ ৪ হাজার কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ দিনমজুর ও কর্মহীন প্রায় ৩ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান মোখলেসুর রহমান । নিজ অর্থায়নের এসব মানুষদের ঈদ সামগ্রী বিতরণ করেন।

আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর ও নামোপাড়া ঈদগা এলাকায় কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।  

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রায় ৩ হাজার দিনমজুর ও কর্মহীন মানুষের মাঝে চাল, তেল, আটা, চিনি, সামাই ও গুড়া দুধ বিতরণ করা হয়।

এছাড়া সকালে ১ হাজার দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, চা দোকানদার, পরিবহন শ্রমিকসহ কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ ওরাও, এনডিসি রবিন মিয়া, সহকারী কমিশনার চন্দন কর, স্বাচিবের সভাপতি ডা. গোলাম রাব্বানিসহ প্রমুখ।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …