শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / জাতীয় / মেট্রোরেলের আরো ৬ কোচ মংলা বন্দরে পৌঁছেছে

মেট্রোরেলের আরো ৬ কোচ মংলা বন্দরে পৌঁছেছে


নিউজ ডেস্ক:
মেগা প্রকল্প মেট্রোরেলের আরো ৬টি কোচ খুলনার মংলা বন্দরে পৌঁছেছে। কয়েকদিনের মধ্যেই এগুলোকে বার্থডে খালাসের পর নৌপথে বরিশাল হয়ে ঢাকায় আনা হবে।

জানা গেছে, ‘ওশেন গ্রেস’ নামের একটি জাহাজ মেট্রোরেলের ৬টি কোচ নিয়ে রবিবার (৯ মে) দুপুরের পরে খুলনার মংলা বন্দরে পৌঁছে। জাহাজটি বন্দরের ৪ নম্বর জেটিতে ভিড়েছে।

সোমবার থেকে ট্রেনের কোচগুলো খালাসের কাজও শুরু হবে। প্রথম দফায় ৬টি কোচ এই মংলা বন্দরে খালাসের পর বারজে তুলে নৌপথে বরিশাল হয় উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল এর নিজস্ব জেটিতে আনা হয়। রোববার আসা এই কোচগুলো একইভাবে নৌপথে ঢাকায় নেয়া হবে।

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …