সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গা পৌর এলাকায় ভিজিএফ কার্ডের অর্থ বিতরণ শুরু

নলডাঙ্গা পৌর এলাকায় ভিজিএফ কার্ডের অর্থ বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নলডাঙ্গা পৌরসভার দরিদ্র ও দুস্থ পরিবারদের যারা ভিজিএফ কার্ডের আওতায় রয়েছেন এমন ৩০৮১ টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ সকালে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সংক্রান্ত অনুষ্ঠান উদ্বোধন করেন পৌর মেয়র মনিরুজ্জামান মনির। এসময় সংশ্লিষ্ট কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। নলডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩০৮১টি কার্ডের বিপরীতে ৪৫০ টাকা করে মোট ১৩,৮৬,৪৫০ টাকা বিতরণ করা হচ্ছে পর্যায়ক্রমে।

নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনির বলেন, আমার পৌর এলাকাতে প্রকৃত গরীব, অসহায় ও দুস্থ ব্যক্তিদের বাছাই করে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া অর্থ তাদের হাতে তুলে দিচ্ছি। এ দায়িত্ব পালনে আমি এবং আমার পৌর পরিষদ সম্পূর্ণ সর্তক যেন প্রকৃত প্রাপ্য যারা তারাই যেন পান।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …