বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জে:
চাঁপাইনবাবগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ দিনমজুর ও কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান ও নবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান।

আজ রবিবার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা, ওয়াল্টন মোড় ও মোহর আলী উচ্চ বিদ্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।  

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের প্রায় ২ হাজার ৫০০ দিনমজুর ও কর্মহীন মানুষের মাঝে চাল, তেল, আটা, চিনি, সামাই ও গুড়া দুধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জে পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, সহ-সভাপতি আব্দুল জলিল ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাঈফ জামান আনন্দ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …