সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / এবারেরও নাটোরের বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার দিলেন পৌর মেয়র

এবারেরও নাটোরের বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার দিলেন পৌর মেয়র

নিজস্ব প্রতিবেদক:

এবারেরও নাটোরের বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার তুলে দিলেন পৌর মেয়র উমা চৌধুরী। শনিবার বেলা এগারোটার দিকে শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই উপহার তুলে দেয়া হয়। পবিত্র রমজান উপলক্ষে প্রতিবারের ন্যায় নাটোর পৌরসভা হতে পৌরসভাধীন ৯১ জন বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে এক হাজার টাকার চেক ঈদ উপহার হিসেবে তুলে দেন তিনি।

এ সময় পৌর মেয়র জানান, এ সামান্য উপহার শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি শ্রদ্ধা এবং সম্মানের নিদর্শন। মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান কোনোভাবেই কোনো মূল্য দিয়ে বিচার করা সম্ভব নয়। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আজ পৌরসভার পক্ষ থেকে এইটুকু সম্মান জানাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

এই ঈদ উপহার প্রদানকালে তার সাথে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …