অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডেঙ্গু
ও চিকুনগুনিয়া প্রতিরোধের জন্য ২০০টি ফগার মেশিন, ১৫০টি হস্তচালিত মেশিন
এবং ৪০ হাজার লিটার (রেডি ফর ইউজ) কীটনাশক স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান
থেকে বাজার দর সংগ্রহ করেছে। এ বাবদ ব্যয় হবে ৫ কোটি ৩২ লাখ ৫৫ হাজার
টাকা।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী এই তথ্য জানান।
তিনি বলেন, এক মাসের মধ্যে এসব যন্ত্রপাতি ও কীটনাশক দেশে আসবে। জাতির কথা
বিবেচনা করে এগুলো ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। সিটি কর্পোরেশনের
কর্মকর্তারা কয়েক দেশ সফর করেছেন। তারা পরবর্তীতে সিঙ্গাপুর যাবেন।
অর্থমন্ত্রী বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে এসব ক্রয় সংক্রান্ত কোন
প্রস্তাব পাইনি। উত্তর সিটি যেহেতু কিনছে, দক্ষিণও হয়তো কিনবে।
মশা মারার এ কার্যক্রম সারা বছর অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, শীত বেশি
হলে মশা এতো থাকবে না। যেখানেই পানি জমবে সেখানে মশা হবে। তাই পানি যেন
জমতে না পারে সে ব্যবস্থা করা হবে।
আরও দেখুন
পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …