নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রাম পৌরসভায় প্রথমবারের মত ঈদ উপহার পেলেন ইমাম-মুয়াজ্জিনরা

বড়াইগ্রাম পৌরসভায় প্রথমবারের মত ঈদ উপহার পেলেন ইমাম-মুয়াজ্জিনরা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় প্রথম বারের মত ঈদ উপহার পেলেন বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা।

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পৌর তহবিল থেকে ৪৪ জন ইমাম, ৪৩ জন মুয়াজ্জিন ও দু’জন খাদেমকে উপহার হিসাবে নগদ ৮০ হাজার টাকা ও করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে পৌর মিলনায়তনে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন। সভায় সচিব জালাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র ফজলুর হক ফজের, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, আতোয়ার রহমান লিটন ও জাহিদুল ইসলাম এবং বড়াইগ্রাম পৌর ইমাম কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা আহমদুল্লাহ বক্তব্য রাখেন।

আরও দেখুন

বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে …