নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের মোট ৪ হাজার ২০০ জন অস্বচ্ছল ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে ২১ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বনপাড়া ডিগ্রী কলেজ মাঠে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এই কর্মসূচির উদ্বোধন করেন।
সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, পৌর সচিব আব্দুল হাই, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। পরে সংসদ সদস্য অধ্যাপক কুদ্দুস বড়াইগ্রাম পৌরসভা এবং উপজেলার জোয়াড়ী, বড়াইগ্রাম, জোনাইল, নগর, মাঝগাঁও, গোপালপুর ও চান্দাই ইউনিয়নে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
উল্লেখ্য, পবিত্র রমজান উপলক্ষে উপকারভোগী প্রত্যেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …