রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী- ১লাখ ১০হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী- ১লাখ ১০হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):
দিনাজপুরের হিলিতে অবৈধভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও পরিবেশনের দায়ে ৭টি সেমাই কারখানাকে ১লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া ও চন্ডিপুর এলাকায় পুলিশ ও বিএসটিআইয়ের সহায়তায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। এ সময় কারখানাগুলোর উৎপাদিত সেমাইগুলো ধ্বংস করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কিছু অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেছি। এ সময় প্রত্যেকটি কারখানাতেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও সেগুলো বাজারজাত করছে। কিন্তু তাদের কারোই এ সংক্রান্ত কোন অনুমোদন ছিলনা। এ কারণে ৭টি সেমাই কারখানাকে ১লক্ষ্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …