শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / জাতীয় / খুলনায় ৫০০ কর্মহীন শ্রমিককে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

খুলনায় ৫০০ কর্মহীন শ্রমিককে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান


নিউজ ডেস্ক:
মহান মে দিবস উপলক্ষে খুলনার ৫ শতাধিক কর্মহীন শ্রমিককে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার বিভাগীয় কমিশনারের অফিস প্রাঙ্গণে কর্মহীন মুদি দোকানদার, নারী শ্রমিক, গণপরিবহন শ্রমিক ও প্রান্তিক
শ্রমিকদের মাঝে এগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, শ্রমিক বান্ধব বর্তমান সরকার শ্রমিকদের সংকটে তাদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক বলেন, উন্নয়নশীল বাংলাদেশে শ্রমিকদের অবদানের অনস্বীকার্য। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনায় কর্মহীন শ্রমিকদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে প্রশাসন নিরলসভাবেকাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), খুলনা সৈয়দ রবিউল আলম, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগ।

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …