রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে ৪টি গণপরিবহনের জরিমানা

নন্দীগ্রামে ৪টি গণপরিবহনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
করোনা ভাইরাস সংক্রমণরোধে লকডাউন চলাকালে বিধিনিষেধ অমান্য করে বগুড়া-নাটোর মহাসড়কে গণপরিবহন চলাচল করায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ৩টি যাত্রীবাহী বাস ও ১টি যাত্রীবাহী ট্রাক আটক করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। পরে যাত্রী নামিয়ে বাস-ট্রাক ছেড়ে দেয়া হয়। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, লকডাউন চলাকালে যাত্রীবহন করায় ৩টি বাসের ৫০০ টাকা করে ও ১টি ট্রাকের ১০০০ টাকা জরিমানা করা হয়।

আরও দেখুন

সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রোববার (৬ …