নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরের উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গোপালপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন কচি (৫৭) কলকাতার একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। শনিবার দিবাগত রাত ২ টা ৫ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
তিনি মৃত্যুকালে স্ত্রী ,১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী এ্যাড: এম রুহুল কুদ্দস তালুকদার দুলু ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল এর স্ত্রী ও লালপুর উপজেলা বিএনপির নেত্রী কামরুন নাহার শিরিন সহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়া শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানান তাঁরা ।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …