শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / কৃষি / নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রির উদ্বোধন

নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রির উদ্বোধন



নিজস্ব প্রতিবেদক:
মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভেঙ্গে কৃষক ও ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্য নিশ্চিত করতে নাটোরে শুরু হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে তরমুজ বিক্রি। রবিবার সকালে নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে আনুষ্ঠানিকভাবে তরমুজ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ।

এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, পৌর মেয়র উমা চৌধুরি জলি, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম ও নাদিম সারওয়ার সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আকারভেদে সর্বনিম্ন ২৫ টাকা থেকে সর্বোচ্চ ৪০ টাকা কেজি দরে কৃষকরা সরাসরি এখান থেকে তরমুজ বিক্রি করবেন বলে জানান জেলা প্রশাসক।

নাটোর জেলায় এ বছর ৮৬৮ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। যা থেকে প্রায় ৩৬ হাজার ৪৬৫ মেট্রিকটন তরমুজ উৎপাদনের আশা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার। তবে নাটোরের বাজারে অধিকাংশ তরমুজ আসে দক্ষিণাঞ্চল থেকে এ কারণে বেড়ে যায় ব্যয় নাটোর জেলায় উৎপাদিত তরমুজ নাটোরের বাজারে বিক্রি নিশ্চিত করা গেলে মূল্য আরো সহনীয় পর্যায়ে চলে আসতো বলে জানান তারা।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …