রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি আইনুল হকে’র কবিতা“অসমাপ্ত পথে”

কবি আইনুল হকে’র কবিতা“অসমাপ্ত পথে”

অসমাপ্ত পথে

মানুষের সাথে মানুষ মিশে।
কখনো,কখনো দেখা হয়ে যায়,
অমানুষের সাথে।
চোখের দেখায় কিছু মানুষ,
অপরূপ সুন্দর।

স্বার্থের ব্যাঘাত ঘটিলে জঘন্য,
আচরণ।
পাগল পথিক,
ক্ষুধা মেটাতে হাত বাড়ায় মানুষের দ্বারে।
যা কিছু পায় মানুষের কাছে।
অমানুষেরা দুর দুর করে দুর্বল চোখে ঝরে অশ্রুজল।
অঙ্গের, অপরূপ ঢংগের নাচ।
দেখা হয়ে যায় পথ প্রান্তে ।

কেউ দেখে,
কেউ মুখ লুকায়,
কেউ কেউ না দেখার ভান করে।
পাগল পথিক মুখ লুকিয়ে হাসে।
মানুষের বিপদে মানুষ খুঁজে প্রয়োজন বুঝে!
ছুটে যায় ডাক্তার,
উকিল, কিংবা, বিত্তশালীর দ্বারে।
উঁকি দিয়ে দেখি স্বার্থের ফন্দি।
ভেবে চিন্তে হবে কি!
ক্ষমতার বেঁডাজালে ভেসে যায় দূর্বল মানুষে।
ভীতু মানুষেরা নির্বাক হয়ে,
প্রতিবাদ নহে,
চোখে অশ্রু ঝরে।
ওরা ভদ্র সম্মানী।
জানি তো!

যাবে না কিছু বলা বিষন্ন মনে কহে!
যত আছে তত লাগে মানুষের জীবনে।
লোভীর অভাব যায়না,
কখনো রাজ প্রাসাদে- পাগল বেশে অসমাপ্ত পথে।

লেখক: আইনুল হক

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …