রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে আদিবাসী এক কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে দিলো ছাত্রলীগ

হিলিতে আদিবাসী এক কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে দিলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, হিলি:
হিলিতে শ্রমিক সংকটের কারনে ও অর্থাভাবে ধান কাটতে না পারা রঞ্জন টপ্প নামের এক আদিবাসী কৃষকের ২বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা।

আজ শুক্রবার দুপুরে উপজেলা ছাত্রলীগের একটি দল হিলির জামতুলি উদয়গিরি গ্রামের ওই কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়।

২ বিঘা জমির ধান পেকে গিয়েছিলো কিন্তু অর্থাভাবে ও শ্রমিক সংকটের কারনে ধান কাটতে পারছিলেননা। এম অবস্থায় ওই কৃষক ছাত্রলীগকে বিষয়টি অবহিত করলে ছাত্রলীগের নেতা কর্মীরা ওই কৃষকের দুই বিঘা জমির ধান কেটে মাঠ থেকে ঘরে তুলে দেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …