সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে আদিবাসী এক কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে দিলো ছাত্রলীগ

হিলিতে আদিবাসী এক কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে দিলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, হিলি:
হিলিতে শ্রমিক সংকটের কারনে ও অর্থাভাবে ধান কাটতে না পারা রঞ্জন টপ্প নামের এক আদিবাসী কৃষকের ২বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা।

আজ শুক্রবার দুপুরে উপজেলা ছাত্রলীগের একটি দল হিলির জামতুলি উদয়গিরি গ্রামের ওই কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়।

২ বিঘা জমির ধান পেকে গিয়েছিলো কিন্তু অর্থাভাবে ও শ্রমিক সংকটের কারনে ধান কাটতে পারছিলেননা। এম অবস্থায় ওই কৃষক ছাত্রলীগকে বিষয়টি অবহিত করলে ছাত্রলীগের নেতা কর্মীরা ওই কৃষকের দুই বিঘা জমির ধান কেটে মাঠ থেকে ঘরে তুলে দেন।

আরও দেখুন

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে:দুলু

 নিজস্ব প্রতিবেদক: হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। …