নিজস্ব প্রতিবেদক, হিলি:
হিলি স্থলবন্দরে এক এতিম শিশুকে আনুষ্ঠানিক ভাবে দত্তক প্রদান করলেন উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম।
আজ বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের নুরনবী দম্পতিকে একটি ছেলে শিশুকে দত্তক প্রদান করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ ওয়াহিদ ফেরদৌস, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান উপস্থিত ছিলেন।
জানাগেছে, অপরিচিত এক মানোষিক রুগি (পাগলী) রাস্তায় একটি ছেলে সন্তান প্রসব করেন। এলাকাবাসী ত্ৎক্ষনিক তাকে হাসপাতালে ভর্তি করে দেয়। ওই মানোষিক রুগির বাচ্চা দত্তক গ্রহনের জন্য ৪ পরিবার থেকে উপজেলা সমাজসেবা অফিসে আবেদন করেন। উপজেলা নিবার্হী অফিসার সর্তসাপেক্ষ নুরনবী দম্পতিকে সন্তানটি দত্তক প্রদান করেন।