সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে গরীব অসহায় দুস্থ্য মানুষদের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ

হিলিতে গরীব অসহায় দুস্থ্য মানুষদের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):
খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন এমন স্লোগানে হিলিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠিসহ গরীব অসহায় দুস্থ্য মানুষদের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ১শ ২০ জনের মাঝে এসব পুষ্টি খাদ্য বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম তাদের মাঝে এসব খাদ্য বিতরণ করেন। এসময় প্রত্যেককে চাল, ডাল, ছোলা, তেল, আলু, পেঁয়াজ, লবন সমৃদ্ধ একটি করে প্যাকেট দেওয়া হয়।

এসময় সেখানে পৌর মেয়র জামিল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তৌহিদ আল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা.গাদ্দাফি শিকদার, পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …