শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সৈয়দপুরে ৬ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

সৈয়দপুরে ৬ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

সৈয়দপুরে এক ভেজাল বিরোধী অভিযানে হোটেল ও ফার্মেসিসহ ৬ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়। 

সোমবার (২ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে এই ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। 
অভিযানে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ, অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে পাঁচ হোটেল মালিককে ২২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের দায়ে একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …