শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / আপন ঠিকানায় স্বপ্নের মেট্রোরেলের প্রথম কোচ সেট

আপন ঠিকানায় স্বপ্নের মেট্রোরেলের প্রথম কোচ সেট

নিউজ ডেস্ক:
অবশেষে নিজের ঠিকানা খুঁজে পেল স্বপ্নের মেট্রোরেলের প্রথম কোচ সেট। দু’দিনের কর্মযজ্ঞে শেষ হলো এ সেটের ছ’টি বগি জেটি থেকে ডিপোতে স্থানান্তর প্রক্রিয়া। তবে ডিপোতেই স্বতন্ত্রভাবে প্রতিটি বগিকে কমপক্ষে ১৯টি পরীক্ষার মুখোমুখি হতে হবে। যা শেষ হতে সময় লাগতে পারে অন্তত দেড় থেকে দু’মাস। 

এসব পরীক্ষায় উত্তীর্ণ হলেই মিলবে দেশের প্রথম মেট্রোরেলের প্রথম কোচ সেটের ছাড়পত্র। 

এর আগে, শুক্রবার সকাল ৮টা থেকেই শুরু হয় দ্বিতীয় দিনের কর্মযজ্ঞ। শেষ হয় বেলা ১২টা নাগাদ। শক্তিশালী লিফ্টিং জিগের মাধ্যমে তুরাগ তীরের জেটিতে অবস্থিত বার্জ থেকে ট্রেইলারে তুলে আনা হয় বগি। প্রথম দিনের মতোই অত্যন্ত সতর্কতা ও সাবধানতার সাথে চলে সব কার্যক্রম। কোচের গায়ে লাগতে দেয়া হয়নি সামান্য আঁচও।

কোচটি শক্ত করে বেঁধে নিয়ে ট্রেইলার যাত্রা করে কাঙ্ক্ষিত ঠিকানা উত্তরার দিয়াবাড়ির ডিপোতে। এরপর একে একে বার্জ থেকে তুলে আনা হয় বাকি দুটি কোচও। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ করতে সময় লাগে অনেক কম।

এদিকে, মেট্রোরেলের কোচ তার ঠিকানা খুঁজে পাওয়ায় খুশি সংশ্লিষ্ট সবাই।

মেট্রোরেলের প্রকল্পের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত থাকলেও তার আগেই আগামী বছরের মাঝামাঝিতেই উদ্বোধন হতে পারে দেশের প্রথম মেট্রোরেল।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …