নিজস্ব প্রতিবেদক:
নাটোরে গাঁজাসহ আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার লোটাবাড়ীয়া এলাকা থেকে আধা কেজি গাঁজাসহ তাকে আটক করে র্যাব। আটক রাজ্জাক সদর উপজেলার লোটাবাড়ীয়া এলাকার আছের আলীর ছেলে।
সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্প কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল আজ ২৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লোটাবাড়ীয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা সংরক্ষণ ও বিক্রয় কালে আধা কেজি গাঁজাসহ আব্দুর রাজ্জাককে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জব্দকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপথগামী করছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মামলারুজু করা হয়েছে।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …