রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাল বিক্রির অনিয়মের প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতার মারধরের অভিযোগ

চাল বিক্রির অনিয়মের প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতার মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
লালপুরে সুলভ মূল্যে ১০ টাকা কেজির চাউল নিতে গিয়ে ডিলারের হাতে মারধরের শিকার হলেন দরিদ্র লিখন। স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের লিখন আলী সুলভ মূল্যে ১০ টাকা কেজি চাউল নিতে গিয়ে ডিলারের হাতে মার খেয়েছেন।

লিখন আজ (২২ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে বিদিরপুর এলাকায় ডিলার আ.স.ম মাহমুদুল হক মুকুল এর বাড়িতে ১১৫৮ নং কার্ড নিয়ে চাউল কিনতে যায়। বিতরণ কার্ডে মার্চ ও এপ্রিল মাসের বিতরণ স্বাক্ষর করেন মাহমুদুল হক মুকুল।

এসময়ই লিখন মার্চ মাসে কোন চাউল দেওয়া হয়নি আপনি স্বাক্ষর করলেন কেন?- একথা বলে মার্চ মাসের চাউল দাবি করেন। এসময় তার প্রতি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও চড় থাপ্পড় মারেন ডিলার মাহমুদুল হক মুকুল।

এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করে ই-মেইল পাঠিয়েছে। তার অনুলিপি জেলা প্রশাসক নাটোর, অফিসার ইনচার্জ, লালপুর থানা, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকদের কাছেও দেয়া হয়েছে।

১১৬২ নং কার্ডধারী মিনু বেগম ও ১২২৪ নং কার্ডধারী হাবিবুর জানায়, তাদেরকেও মার্চ মাসের চাউল দেওয়া হয়নি অথচ আজকে দুই মাসের স্বাক্ষর করেছে বিতরণ ঘরে।

দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান এর সত্যতা নিশ্চিত করে জানান, ডিলার মাহমুদুল হক মুকুল দলীয় ক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষের সাথে সবসময় দুর্ব্যবহার করে থাকেন।

এ ব্যাপারে ডিলার ও লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক বলেন, মারধরের অভিযোগ সত্য নয়। দলীয় কোন্দলের কারণে প্রতিপক্ষের প্ররোচনায় আমার বিরুদ্ধে এমনটা করেছে সে।

দুড়দুড়ীয়া ইউনিয়নের ট্যাগ অফিসার জুয়েল রানার নম্বরে কল করে তাকে পাওয়া যায়নি।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …