সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / বড়াইগ্রামে আগুনে পুড়ে ৫ লক্ষ টাকার ক্ষতি

বড়াইগ্রামে আগুনে পুড়ে ৫ লক্ষ টাকার ক্ষতি


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে পাঁচটি বাড়ি আগুনে পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার উপজেলার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বনপাড়া দমকল বাহিনীর কর্মিরা প্রায় দেড় ঘন্টাব্যাপি চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনে।

বনপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা আকরামুল হাসান জানান, উপজেলার চকপাড়া গ্রামের হুসেনের পুত্র আলী (৪০), বাদশাহ ছেলে শুকুর আলী (৪২), আফসার আলী (৪৫) ও আফসারের পুত্র ওয়াশিম আলী (৩০) ও আসাদ আলী(৩৫) বাড়িতে আগুন পুড়ে গিয়েছে। আফসারের বাড়ির রান্না ঘরে থেকে এই আগুনের সুত্রপাডত হয়। ক্রমেই তা আমেপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। আমরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি আরো জানান, আগুনে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হলেও আরো প্রায় ৭ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।

প্রতিবেশী দেলোয়ার হোসেন রিপন বলেন, এই ৫ টি পরিবারে ১২ বিঘা জমিতে রসুনের আবাদ করে ছিল। অনেক কষ্ট করে ঘরে তুলে রেখে ছিল। আগুন পুড়ে সব শেষ হয়ে গেল।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …