নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন (৩২) নামের ট্রাক চালক নিহত হয়েছে। এ সময় একই ট্রাকের হেলপার শুভ(২৭) ও আলী হোসেন নামের অপর একজন আহত হয়। নিহত ট্রাক চালক নাটোর জেলা সদরের উত্তর পটুয়াপাড়া এলাকার খলিলের ছেলে।
বনপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া জানান, মঙ্গলবার সন্ধা ৭টার দিকে বনপাড়া ফায়ার সার্ভিস এলাকায় নাটোর থেকে আসা একটি ভুট্টা বোঝাই ট্রাকের ( ঢাকা মেট্রো ভ ১১-৩১০৪) সামনের চাকা পাংচার হলে বিপরীত দিক থেকে আসা আরেকটি চিনি বোঝাই ট্রাকের ( ঢাকা মেট্রো ট ২০-৪৭৮১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভুট্টা বোঝাই ট্রাকের চালক নিহত হন।
এ সময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গুরুতর আহত দুজনকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে পাঠায়। পরে নিহত চালকের মরদেহটি বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …