নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ঢিলেঢালা লকডাউন চলছে। সরকার নির্দেশিত লকডাউনের ষষ্ঠ দিনে সোমবার সকাল থেকেই শহরে যান চলাচলের আধিক্য লক্ষ্য করা গেছে। নিত্য পণ্যের দোকান ছাড়াও অলিতে গলিতে ছাড়াও প্রধান রাস্তার পাশে কিছু কিছু দোকানপাট খোলা দেখা গেছে।
সকাল দশটা পর্যন্ত শহরে জেলা প্রশাসন ও পুলিশের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশের টহল জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এছাড়া উপজেলা পর্যায়ে বেশিরভাগ এলাকাতেই দোকানপাট খোলা রয়েছে এবং জনগণের চলাচল অবাধ রয়েছে। নানা অজুহাতে লোকজন বাইরে বের হওয়ার প্রবণতা দেখা গেছে। গতকালও নাটোরে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …