শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১২ জনকে অর্থদন্ড

পুঠিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১২ জনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন জায়গায় ১২টি মামলায় ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ্, পিপিএ’র নির্দেশে ও সহকারী কমিশনার (ভু’মি) রুমানা আফরোজ এসব মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেন। এছাড়াও স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করার পাশাপাশি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এ কার্যক্রমও চলমান থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …