সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / লালপুরে আগুনে পুড়ে বাড়ি ভস্মিভূত, ৩০ লাখ টাকার ক্ষতি

লালপুরে আগুনে পুড়ে বাড়ি ভস্মিভূত, ৩০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে আগুনে পুড়ে বাড়ি ভস্মিভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার পানঘাটা গ্রামের আকবর আলী সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি পানঘাটা গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রান্নার অবশিষ্ট ছাই পাটখড়ির পালার পাশে ফেলে রাখায় সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পাটখড়ির পালা থেকে আগুন বিস্তার লাভ করে সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ৬ রুম বিশিষ্ট টিনশেড বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভুগী আকবর সরদার বলেন, আগুনে আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা নগদ ২ লাখ ২৫ হাজার টাকা, ৬০ মন গম, ৪৫মন ধান, ৮ মন কালোজিরা, ১৮ মন ধনিয়া, ১৫০ মন রসুন, টিভি ফ্রিজ সহ ঘরের আসবাবপত্র সব পুড়ে গেছে। এতে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …