মঙ্গলবার , অক্টোবর ৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে সুটার গান উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে সুটার গান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর থেকে দেশীয় তৈরী একটি সুটারগান উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাকলের বিলের একটি পুকুর থেকে সুটার গানটি উদ্ধার করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, চাকলের বিলে কৃষক নাজিম উদ্দিন শ্রমিকদের দিয়ে মাটি কেটে তার পুকুরটি সংস্কার করছিল। এসময় কাদামাটির ভেতরে একটি সুটারগান দেখতে পান তিনি। পরে পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে সুটারগানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কোন সন্ত্রাসী আইনশৃঙ্খলা বাহিনির হাত থেকে রক্ষা পেতে সুটারগানটি কাদামাটির ভেতর লুকিয়ে রেখেছিল।

আরও দেখুন

নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) …