রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে লকডাউনের দ্বিতীয় দিনে ঢিলেঢালা ভাব

নাটোরে লকডাউনের দ্বিতীয় দিনে ঢিলেঢালা ভাব


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে লকডাউনের দ্বিতীয় দিনে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে লোকজনের চলাচল বেড়ে গেছে। তবে পুলিশ আগের দিনের মতই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে তাদের যান চলাচল এবং জনগণের চলাচল সীমিত করতে দেখা গেছে। এছাড়াও নাটোর শহর সহ বিভিন্ন উপজেলায় পুলিশ তাদের টহল জোরদার রেখেছে।

শহরে কিছুটা কঠোরতা দেখা গেলেও গ্রামাঞ্চলে একেবারেই উপেক্ষিত থাকছে। উপজেলা পর্যায়ে বাজার হাটগুলোতে জনসাধারণের অবাধ চলাচল লক্ষ্য করা গেছে। র‌্যাব পুলিশ এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনগণকে ঘরে রাখা কঠিন হয়ে পড়ছে। খেটে খাওয়া মানুষের চেয়ে অযথা ঘোরাফেরা করা লোকের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …