সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / করোনা সংকট পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তির অবকাঠামো সহায়ক ভূমিকা পালন করছে-পলক

করোনা সংকট পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তির অবকাঠামো সহায়ক ভূমিকা পালন করছে-পলক

নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বৈশ্বিক মহামারী হিসেবে দেখা দিয়েছে। আমাদের দেশে করোনা সংকট পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তির অবকাঠামো সহায়ক ভূমিকা পালন করছে। প্রতিমন্ত্রী আজ বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ সেবার উদ্বোধন উপলক্ষ্যে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। একই আয়োজনে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০ হাজার মাস্ক সরবরাহ করা হয়।

প্রতিমন্ত্রী পলক বলেন, জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ এর রুপকল্প প্রদান করেন। ডিজিটাল বাংলাদেশ এর আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয় এর কার্যকরি উদ্যোগ গ্রহনের ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবে রুপায়িত হয়েছে। এর সুফল পাচ্ছেন দেশের বিভিন্ন পেশাজীবী মানুষেরা। ২০১২ সালে চালু করা হয়েছিল জরুরী নাগরিক সেবা ৯৯৯। এরপরে দেশের মানুষের সেবা প্রাপ্তি সহজ করতে প্রযুক্তির অসংখ্য অবকাঠামো তৈরী করা হয়েছে। স্বাস্থ্য খাতে কাজ করছে টেলি হেল্থ, টেলি মেডিসিন, মা টেলি হেল্থ সেন্টারসহ একাধিক প্রযুক্তি সেবা। করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়ে আইসিটি বিভাগ চালু করেছে ওয়েবসাইট-করোনা ডট জিওবি ডট বিডি।

পলক বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি সংকট সৃষ্টি করলেও তথ্য প্রযুক্তি বিভাগের অবকাঠামো ব্যবহার করে দেশে বিগত ১৩ মাস ধরে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে। ভার্চুয়াল কোর্টে বিচারিক কার্যক্রম চলছে। চালু রয়েছে পণ্য পরিসেবার জন্যে ই-কমার্স। এর সবই ডিজিটাল বাংলাদেশের সুফল।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। নতুন নতুন ধরণের ভাইরাসের আবির্ভাব ঘটছে। তাই কোভিড-১৯ টিকা গ্রহনের পাশাপাশি করোনা ভাইরাসের স্বাস্থ্য সুরক্ষা বিধি সবাইকে মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করা, নিয়মিত হাত ধোঁয়া এবং নিরাপদ ও সামাজিক দূরত্ব মেনে চলে এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। নিজের, পরিবারের, দেশের মানুষের এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার কোন বিকল্প নেই।

করোনা সংক্রমণ পরিস্থিতি উত্তরণে সরকার সবকিছুই করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের ৬৪ জেলা এবং ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের চিকিৎসা সেবা প্রদানের সহায়ক হিসেবে পর্যায়ক্রমে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করছে। কোভিড-১৯ চিকিৎসা সেবায় সামর্থ্য অনুযায়ী বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সামিরুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম প্রমুখ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …