বৃহস্পতিবার , জানুয়ারি ১৬ ২০২৫
নীড় পাতা / জাতীয় / লকডাউনে জরুরি চলাচলে `মুভমেন্ট পাস` দেবে পুলিশ

লকডাউনে জরুরি চলাচলে `মুভমেন্ট পাস` দেবে পুলিশ

নিউজ ডেস্ক:
করোনাভাইরাস মহামারির মারাত্মক পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনে জরুরি প্রয়োজনে চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ। এই পাসধারী ব্যক্তিরা বাধাহীনভাবে সড়কে চলাচল করতে পারবেন বলে সোমবার পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য ‘মুভমেন্ট পাস’ নামে একটি অ্যাপ তৈরি করছে পুলিশ, যেটা মঙ্গলবার উদ্বোধন করবেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা যায়, জরুরি পণ্য পরিবহণ, সেবাদানসহ ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে দেওয়া হবে এই পাস। ঢাকার ভেতরে ও বাইরে- উভয় ক্ষেত্রেই পাসটি ব্যবহার করা যাবে।

সোমবার বিকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘মুভমেন্ট পাস অ্যাপ’-এর উদ্বোধন করবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ডক্টর বেনজীর আহমেদ।

আরও দেখুন

লালপুরে যুবদলের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলা বিএনপির আহŸায়ক এবং ঢাকা মেডিকেল কলেজেরসাবেক ভিপি ডাঃ ইয়াসির আরশাদ …