নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনায় আক্রান্ত হয়ে আফাজ উদ্দিন নামে ৬৮ বছর বয়সী আরও এক ব্যক্তি মারা গেছেন। রোববার রাত ১১ টার দিকে তিনি তার নিজ বাড়ি সদর উপজেলার কৈগাড়ি কৃষ্টপুর গ্রামে মারা যান। স্বাস্থ্য বিভাগের কার্যক্রম শেষে সোমবার রাতে তার দাফন সম্পন্ন করা হয়। এনিয়ে জেলায় করোনায় মোট ১৬ জন মারা যান। এরমধ্যে দ্বিতীয় ধাপে ৪ জন মৃত্যুবরন করলেন।
এদিকে আজ মঙ্গলবার ১৫ জনের নমুনা পরীক্ষা করার পর ৭ জনের পজেটিভ রেজাল্ট আসে। এনিয়ে জেলা মোট আক্রান্ত হয়েছেন ১৩৮৩জন। নাটোর সিভিল সাজন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) হাফিজার রহমান করোনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত আফাজ উদ্দিন গত ৮ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি হন। পরে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে গিয়ে চিকিৎসারত ছিলেন। সদর উপজেলার নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বলেন ,স্বাস্থ্যবিধি অনুযায়ী গত রাতে তার দাফন সম্পন্ন হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …