শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

পুঠিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী):
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে পুঠিয়া উপজেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। ধারিবাহিক অভিযানের অংশ হিসেবে সোমবার (১২ এপ্রিল) সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এসময় পৃথক ৯ টি মামলায় মোবাইল কোর্টে ১৬,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ্ পিএএ’র নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ এর ভ্রাম্যমাণ আদালত এই অর্থদন্ড দিয়েছেন।

এ সময় তাদের সহযোগিতা করেন পুঠিয়া থানা পুলিশের এস আই শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …