নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে পাইকপাড়া দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে আজিজুল আলম মক্কেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ কোটি ৯৩ লাখ টাকা ব্যায়ে নির্মিত একাডেমিক ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল, প্রকৌশলী সেলিম রেজা, গোপালপুর পৌর আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান, কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লুলু, লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম বাঘা, আওয়ামী লীগ নেতা আনছারুল ইসলাম, তোফাজ্জল হোসেন তোফা প্রমুখ।
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি বকুল
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …