নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও ধুমপানের অপরাধে দুই জনকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সদর উপজেলার বনবেলঘরিয়াএলাকায় অভিযান পরিচালনা করেমেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে মুদিদোকানের মালিক বনবেলঘরিয়া এলাকার নইমুদ্দীন এর ছেলে আব্দুল আজিজ (৪৫), এবং মহারাজপুর এলাকার ইউসুফ আলীর ছেলে মনোয়ার (৩৫), কে পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধেআটক করা হয়।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর র্যাব-৫, রাজশাহী প্রেরিত বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,কোভিড-১৯ প্রতিরোধে এবং লকডাউনে বাস্তবায়নে সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সদর উপজেলার বনবেলঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে মুদিখানা দোকানের মালিক আব্দুল আজিজ (৪৫) ও মনোয়ার হোসেনকে(৩৫) পাবলিক প্রেসে ধূমপান করার অপরাধে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হয়।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয়কে আব্দুল আজিজকে এক হাজার টাকা এবং মনোয়ার(৩৫)কে দুই শ টাকা জরিমানা করেন।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …