নিউজ ডেস্ক:
গত দুই বছরে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্প এলাকার অনেক খাল ময়লা-আবর্জনায় ভরে ফেলেছে এলকাবাসী। বারবার পরিষ্কার করতে হিমশিম খাচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা। এলাকাবাসী, সিটি কাউন্সিলর ও জনপ্রতিনিধিদের জানানোর পরও ময়লায় খালগুলো ভরে যাচ্ছে। ডিএনডির অনেক খাল তাই বারবার পরিষ্কার ও পুনঃখনন করতে হচ্ছে।
২০১৮ সালের ডিসেম্বর মাসে ডিএনডি এলাকার পানি নিষ্কাশনব্যবস্থা উন্নয়নের কাজ শুরু হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্প ব্যয়ে আগামী ২০২৩ সালের মধ্যে নিষ্কাশনব্যবস্থা উন্নয়নের কাজ শেষ হবে। ইতিমধ্যে প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। গতকাল দক্ষিণ কদমতলী-গোদনাইল নয়াপাড়া এলাকার একটি খাল পরিষ্কার করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি টিম।
সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার জানান, ‘আমাদের কয়েকটি টিম এক সঙ্গে কাজ করছে। বর্ষা মৌসুমের আগেই পুনঃখননের কাজ শেষ করা হবে। জনসাধারণ সচেতন না হলে আমাদের কাজ বৃথা যাবে। ডাস্টবিন তৈরির জন্য সিটি করপোরেশনকে অনুরোধ করা হয়েছে।