সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ১৪ই এপ্রিল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন হতে পারে: ওবায়দুল কাদের

১৪ই এপ্রিল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন হতে পারে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:
আগামী ১৪ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার। একথা জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এ কথা জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন,’লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সঙ্গে বাড়ছে আমাদের অবহেলা ও উদাসীনতা। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানষিকতার কোন পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তাই সরকার আগামী ১৪ই এপ্রিল থেকে সরকার সর্বাত্মক লকডাউনের চিন্তা-ভাবনা করছে।’

তিনি বলেন, চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোন পরিবর্তন হয়েছে বলে মনে হয় না।  দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে।

এমন অবস্থায় জনস্বার্থে আগামী ১৪ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার। 

সূত্র: ডিবিসি নিউজ

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …